উখিয়া নিউজ ডটকম - ইট পাথরের শহরে বেশ হাপিয়ে উঠেছিলাম, মন চেয়েছিলো ছুটে যাই দূরে কোথাও আর সেটা যদি হয় সমুদ্র তাহলে আর কথাই নেই। আর কক্সবাজার সেতো অনেক দূর। ঢাকার পাশেই খুঁজে পেলাম এক টুকরো কক্সবাজার। সেই একটুকরো কক্সবাজারকে বলা হচ্ছে মৈনট ঘাট। আজ আমরা দেখবো এই মৈনট ঘাটে এমন কী কী আছে.... এবং আপনাদেরও দেখাবো। .... ঠিক এভাবেই বলছিলেন মডেল ও সাংবাদিক আমির পারভেজ। যিনি ঢাকার ভেতরে এই দর্শনীয় স্থানটি সম্পর্কে তার অসাধারণ উপস্থাপনা দিয়ে দর্শকদের দেখাবেন মনোমুগ্ধকর আর বিশাল জলরাশি, পদ্মায় হেলেদুলে ভেসে বেড়ানোর অপার আনন্দ।
মৈনট ঘাট, যেখানে আপনি আসলে মুগ্ধ হবেন। তাকিয়ে থাকবেন পদ্মা নদীর অপরূপ জলরাশির দিকে। এই বিশাল জলরাশি, পদ্মায় হেলেদুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর পদ্মার তীরে হেঁটে বেড়ানো, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকার দোহারে নয়, কক্সবাজার সমুদ্রসৈকতে আছেন। মূলত এ কারণেই অনেকে মৈনট ঘাটকে বলে থাকেন ছোট কক্সবাজার।