ঘুরেফিরে একই আলোচনা, কক্সবাজারের চারটি আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী, কে পাচ্ছেন নৌকা নাম সোনার হরিণটি। এ আলোচনা এখন সর্বত্র। চারটি আসনে সেই পুরানো মুখগুলো, নাকি নতুন কোন চমক। অপেক্ষার আর কিছুটা সময়। আজ রবিবার যেকোনো সময় ঘোষনা হতে পারে ৩০০ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নাম।
তবে চূড়ান্ত ঘোষণা না হলেও গতকাল শনিবার রাত থেকে সম্ভাব্য প্রার্থীসহ সমর্থকদের চোখে ঘুম নেই। সোস্যাল মিডিয়ার মাধ্যম জুড়ে যে যার মত স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। দিয়ে যাচ্ছে আগাম অভিনন্দন । কক্সবাজারে চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে আসনটি ঘিরে তার নাম উখিয়া টেকনাফ। কারণ এই আসনের এমপি আব্দুর রহমান বদি সব সময় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবারও তার ব্যতিক্রম নয়। তার সমর্থক ও স্থানীয়দের মতে এই আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে আব্দুর রহমান বদির বাইরে যাওয়ার সুযোগ নেই। যদিও গত বেশ কয়েকদিন ধরে জোরেশোরে আলোচনা হচ্ছিল সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমকে নিয়ে। তবে বদির সমর্থকরা বলছেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম নির্বাচন করতে পারছেন না। এদিকে শফিউল আলমের সমর্থকরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এ নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনা চলছে। যার শেষ হতে চলছে আজকে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কক্সবাজারে চারটি আসনের মধ্যে আওয়ামীলীগের উখিয়া-টেকনাফে শাহীন আক্তার, কক্সবাজার সদর- রামু – ঈদগাঁওতে – সাইমুম সরওয়ার কমল, মহেশখালী- কুতুবদিয়ায় আশেক উল্লাহ রফিক, চকরিয়া – পেকুয়ায় সালাহউদ্দিন আহমেদ সি আই পি কে মনোনয়ন দেয়া হচ্ছে। এক্ষেত্রে আলোচনায় আরো রয়েছে জাহাঙ্গীর কবির চৌধুরী ও জাফর আলমের নাম।
পাঠকের মতামত