শোভাযাত্রা কোন পথে!
মাহদী হাসান রিয়াদ।
বিবিধ হাঁসির বাহার নিয়ে
নেমেছ গো তুমি রাস্তায়
ঢাকঢোল আর মিছিল নিয়ে
যাচ্ছ বুঝি শোভাযাত্রায়!
হুতুম পেঁচাকে ঈশ্বর বানিয়ে
আনবে গো বুঝি শান্তি!
কেনইবা তুমি বুঝনা মুসলিম
এই পথে আছে ভ্রান্তি!
তুমি যে আজ পান্তা ইলিশকে
বানিয়েছ ফরজ বিধান!
তবে 'পদ্মা' নদীর ইলিশ কেন
ভীনদেশে দাও গো চালান?
দাদাদের অপসংস্কৃতি নিয়ে
উঠেছ গো তুমি মেতে!
নইলে যে ভাই চাইতে রহমত
হাত পেতে মোনাজাতে।