তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার আমপারা ২০ তম ব্যাচের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শহরের খুরুশকুল সড়ক সংলগ্ন ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মীম আতিক উল্লাহ।
উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দার।
শাখা কো-অর্ডিনেটর আবু সায়েম মোঃ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিকদার মহল বায়তুল মুয়াজ্জম জামে মসজিদের খতীব মাওলানা নুরুল হুদা।
শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রবীণ ওস্তাদ হাফেয মাওলানা শফিকুর রহমান।
সবক গ্রহণকারীরা হলেন, ইমাদ আলদীন, আরহাম রশিদ, আব্দুল্লাহ আন নুর রাফি, আফিফ ইসলাম, রাইয়্যান হোসাইন, আফিফা আব্দুল্লাহ তাফহি, মুহাম্মদ রিহান, নুসরাত জাহান অনন্যা, সাজিদুর রহমান ইবনে জামান, ফাতেমা জান্নাত ইক্বরা, ইয়াছিন আরফাত, মুসআব বিন রিয়ান, জুলকারনাইন হোসাইন ইরফান, শফিউল আলম, আল আবিদ বিশ্বাস তাওহিদ, মরিয়ম সোলতানা আরিন ও আরিফুল কবির আইয়ান।
অনুষ্ঠানে ৫ জন ছাত্র হিফযের শেষ সবক শোনান। তারা হলেন, ইমরুল হাসনাত ফাহিম, ইরশাদ হক সাফি, আরশাদ খলিল, একরাম হোসাইন তাওহীদ ও মনিরুজ্জামান সিকদার তাসনিম। তাদেরকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অভিভাবকদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন হাফেয ইরশাদ হক সাফির পিতা অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুস ও সবক গ্রহণকারী আফিফ ইসলামের পিতা কামরুল ইসলাম।
সবক প্রদান অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ গার্লস শাখার প্রধান ক্বারি মো. ইয়াহিয়া মানিকসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের কালুর দোকানস্থ গার্লস শাখা এবং দুপুরে আলির জাহালস্থ প্রি হিফয শাখায় সবক প্রদান অনুষ্ঠান হয়েছে। পৃথক তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডঃ মীম আতিক উল্লাহ।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সারা দেশের শ্রেষ্ঠ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৬ সালে কক্সবাজারে শাখা ক্যাম্পাস হয়।
পাঠকের মতামত