প্রকাশিত: ০২/০৯/২০১৮ ১২:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
তাবলিগ জামাত বাংলাদেশের বিশিষ্ট মুরব্বী কাকরাইল মারকাজের প্রবীণ শুরা সদস্য হাফেজ মাওলানা যুবায়ের (দা.বা.)। তিনি তাবলিগের সাথীদের প্রতি দ্বন্দ্ব ও বিদ্বেষ ভুলে আলেম-ওলামার সঙ্গে দাওয়াতি কাজে মেহনত করার আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল কাকরাইল মারকাজের এক বিশেষ দাওয়াতি কাজে কাফেলাসহ টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ মারকাজ মসজিদের জোড়ে অংশগ্রহণ করেন। সেখানে তিনি তাবলিগের দাওয়াতি কাজ ও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

টেকনাফের এ দাওয়াতি মজলিসে তাবলিগের সাথীদের অংশগ্রহণে অলিয়াবাদ মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাবলিগের সাথীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দাওয়াত ও তাবলিগের কাজে কোনো দ্বন্দ্ব ও বিদ্বেষ পোষণ না করে আলেম-ওলামাদের নির্দেশনায় কাজ করুন।’

তাবলিগের এ মুরব্বী বলেন, ‘‘দাওয়াতে তাবলিগের মেহনত এর উদ্দেশ্য হলো- অন্তরে ইলমের শওক পয়দা করা ৷ আর এ কাজের প্রচার ও প্রসারে ওলামায়ে কেরামের অবদান যথেষ্ট। অথচ আজ ওলামায়ে কেরামের সাথে আমাদের সাথীরা বিদ্বেষ পোষণ করেন ৷ সব বিদ্বেষ বাদ দিয়ে আলেম-ওলামাদের কাছ থেকে দ্বীনের ইলম জেনে জেনে সহিহ দ্বীন মোতাবেক জীবন পরিচালনা করুন।

m

ওলামায়ে কেরামের সম্মান আর তাদের সান্নিধ্য অর্জনে কাকরাঈলের বিশেষ জোড়ে ৩ চিল্লাওয়ালা সাথীদের জোড়ার (অংশগ্রহণের) আহ্বান করে মুনাজাতের মাধ্যমে টেকনাফের বিশেষ দাওয়াতি জোড় সম্পন্ন করেন।

এর আগে দীর্ঘ বয়ান করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও মুবাল্লিগুল ইসলাম মাওলানা নজরুল ইসলাম কাসেমী, টেকনাফ আল-জামিয়ার প্রধান পরিচালক মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক এবং সাবরাং দারুল উলুম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা নুর মোহাম্মদ ৷

তাবলিগের সাথীদেরকে সব দ্বন্দ্ব ও বিদ্বেষ ভুলে আলেম-ওলামাদের দিক-নির্দেশনায় দ্বীনের মেহনত করে নবিওয়ালা দাওয়াতি কাজে যুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...