আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::
রাতের আঁধারে তাল কুঁড়াতে গিয়ে মাথায় তাল পড়ে আহত হয়েছে এক ব্যক্তি। মঙ্গলবার ভোররাতে তাল চুরি করার সময় বেতাল এ কান্ড ঘটেছে সদরের ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। মাথায় তাল পড়ে আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম প্রকাশ টুক্কু। প্রাপ্ত তথ্যে প্রকাশ, সিকদার পাড়া জামে মসজিদের পুকুর পাড়স্হ কয়েকটি তাল গাছ থেকে রাতে ঝরে পড়া পাকা তাল কুঁড়াতে ভোররাতে পুকুরে নামে টুক্কু। অন্ধকারে পানিতে হাতড়ে হাতড়ে তাল খোঁজার সময় তাল গাছ থেকে একটি পাকা তাল সোজা তার মাথায় এসে পড়ে। স্হানীয় কলিমুল্লাহ জানান, আচমকা মাথায় তাল ঝরে পড়লে প্রথমে জ্বীন-ভুতের কান্ড মনে করে ভয় পেয়ে চিৎকার দেয় টুক্কু। পরে আসল ব্যাপার বুঝতে পেরে কোনরকমে সামলে নিয়ে দৌঁড়ে বাড়ী চলে যায়। প্রত্যক্ষদর্শী এনায়েত সিকদার জানান, সকালে ঘটনা জানাজানি হলে এ নিয়ে প্রবল হাস্যরস সৃষ্টি হয় ও টুক্কু গা ঢাকা দেয়। স্হানীয় রায়হান জানান, এ বছর ভাদ্র মাসে তালপাকার মৌসুম শুরু হওয়ার পর উপরোক্ত তালগাছ থেকে ঝরে পড়া পাকা তাল পাওয়া যাচ্ছিলনা। মাথায় তাল পড়ে আহত হওয়া টুক্কুর কাছে উপরোক্ত বিষয়ে জানতে চাইলে "ধ্যাৎ মিয়া" বলে মোবাইল বন্ধ করে দেন।