প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৭:২৯ এএম

a2743edef80b8b88695148e0aa40e566-573a09da1ad47সোমবার রাতে আইপিএল-এর খেলায় কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে শেষ চারের রেসে টিকে রইলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। তিন ব্যাটিং দানব গেইল-কোহলি-ভিলিয়ার্সের দুর্দান্ত পারফরম্যান্সে  ৮ বল ও ৯ উইকেট হাতে রেখে কলকাতার দেওয়া ১৮৪ রানের টার্গেটে পৌঁছে যায় বেঙ্গালুরু।

৩১ বলে ৪৯ রান করেন ক্রিস গেইল। ৫১ বলে অপরাজিত ৭৫ রান করেছেন বিরাট কোহলি। ৩১ বলে অপরাজিত ৫৯ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ১৪ রানের মাথায় রবিন উথাপ্পাকে (২) হারিয়ে বিপদে পড়ে কেকেআর। তবে গৌতম গম্ভীর আর মনীষ পাণ্ডের ৭৬ রানের জুটির ওপর ভর করে বড় স্কোরের ইঙ্গিত দেয় তারা। ৩৪ বলে ৫১ রান করে আউট হন গম্ভীর। ৭টি বাউন্ডারির মার ছিল তার ইনিংসে। ৩৫ বলে ৫০ রান করে আউট হন মনীষ পাণ্ডে। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

ইউসুফ পাঠান আউট হন ৬ রানে। তবে শেষ দিকে আন্দ্রে রাসেল আর সাকিব আল হাসান ঝড় তোলেন। ১৯ বলে ৩৯ রান করেন রাসেল। ২টি বাউন্ডারির সঙ্গে মারেন ৩টি ছক্কার মার। আর সাকিব আল হাসান করেন ১১ বলে ১৮ রান। ১টি বাউন্ডারির সঙ্গে মারেন ১টি ছক্কার মার। ২ উইকেট নেন শ্রীনাথ অরবিন্দ। ১টি করে উইকেট নেন ইকবাল আবদুল্লাহ এবং ইয়ুজবেন্দ্র চাহাল।

১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন কোহলি-গেইল। ৭.৩ ওভারে তারা ৭১ রানের জুটি গড়েন। ৩১ বলে ৪৯ রান করে আউট হন ক্রিস গেইল। এরপর বাকি পথটুকু ক্রিজে কাটিয়ে দেন কোহলি ও ভিলিয়ার্স। ৫১ বলে অপরাজিত ৭৫ রান করেছেন বিরাট কোহলি। ৩১ বলে অপরাজিত ৫৯ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। এদিন সাকিব ৪ ওভার বল করে ৩৯ রান দিয়েছেন।

পাঠকের মতামত

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...