প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৯:০০ পিএম

নিউজ ডেস্ক::: বহুল আলোচিত সরওয়ার ও ম্যাক্সনসহ চট্টগ্রামের তিন শীর্ষ শিবির ক্যাডারকে ২১ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারের বিপরীতে মামলা ২০১১ সালে মামলা হয়েছিল। বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইবুন্যাল-৭ এর বিচারক এবং যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এই রায় দেন। দণ্ডিত তিন শিবির ক্যাডার হলেন, মো. সরওয়ার প্রকাশ বাবলা (২৯), মো. নূরুন্নবী প্রকাশ ম্যাক্সন (৩৩) এবং মো. মানিক প্রকাশ গিট্টু মানিক (২৯)। তিনজনের মধ্যে মানিক পলাতক আছেন। ট্রাইবুন্যালের বেঞ্চ সহকারি মো. ফুয়াদ হোসেন জানান, ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১৪ বছর এবং ১৯ (চ) ধারায় ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় রায় একটির পর আরেকটি কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড চৌরাস্তার মোড় থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির ক্যাডার সরওয়ার এবং ম্যাক্সনকে আটক করে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। তাদের দেয়া স্বীকারোক্তি মতে পুলিশ ৬ জুলাই ভোর ৪টায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া হামিদপুর এলাকায় তাদের সহযোগি শিবির ক্যাডার মানিকের বসতবাড়ির পেছনে পুকুরপাড় থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেন। অস্ত্রের মধ্যে একটি একে-৪৭ রাইফেল ও ২৭ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দেশিয় আরো অস্ত্র ছিল। এ ঘটনায় তিন শিবির ক্যাডারকে আসামি করে একটি মামলা দায়ের করেন বায়েজিদ বোস্তামি থানার তৎকালীন ওসি একেএম মহিউদ্দিন সেলিম। ওই মামলায় তিনজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামি থানার তৎকালীন এস আই জহির হোসেন। ২০১২ সালের ২৬ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের আবার কারাগারে ফেরত পাঠানো হয়। –

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...