দীর্ঘ ৫ মাস পর তুমব্রু সীমান্তে আবারো গুলির আওয়াজে কাপঁলো কোনার পাড়া। বুধবার (৪ অক্টোবর) সাড়ে ৫ টার দিকে এ আওয়াজ শুনতে পান গ্রামবাসী।
গ্রামের অধিবাসী আলী আকবর, ব্যবসায়ী শহিদুল্লাহ জানান, তারা আছরের নামাজ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু বাজারের ১টি দোকানে চা পান করছিলেন। তখন বেলা সাড়ে ৫ টা। ঠিক সে সময় তুমব্রু কোনার পাড়ার বিপরীতে ৩৪ পিলারের কাটাঁতারের বেড়া সংলগ্ন মিয়ানমারের তুমব্রু রাইট পয়েন্ট এলাকায় প্রকট শব্দে পরপর ভারী অস্ত্রের ২ রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত করে তুলে তাদের গ্রাম ও তুমব্রু বাজার।
৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধূরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীন বিষয়। তবে এপারে বিজিবি প্রতিদিনকার ন্যায় সতর্ক টহলে রয়েছে। আতংক বা ভয়ের কোন কারণ নেই।