একদিকে বর্ডার গার্ড বিজিবি দিন রাত সীমান্ত দিয়ে কোন অবস্থায় যাতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে,সে বিষয়টি মাথায় রেখে সীমান্ত জুড়ে তাদের সীমাহীন কষ্ট মানুষের চোখে দৃশ্যমান,তার মাঝেও থেমে নেই চুরাকারবারিরা সীমান্তের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে তাদের অপকর্ম চালিয়ে যেতে তৎপর রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ২৭ টি মহিষ জব্ধ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির একটি টহল দল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মক্কর টিলা নামক স্থান হতে মালিক বিহীন ২৭টি অবৈধ ভাবে আনা মিয়ানমারের মহিষ উদ্ধার পূর্বক জব্ধ করেছে বিজিবি।
সীমান্তে নিয়োজিত বিজিবি,পুলিশ প্রতিদিন বিপুল পরিমাণ মাদক, অবৈধ পণ্যসহ পাচারকারীদের আটক করলেও রাঘববোয়ালরা থেকেই যাচ্ছে ধরাচোয়ার বাইরে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ গণমাধ্যমকে বলেছেন, মাদককারবারী, চোরাচালানীরা যতই ক্ষমতাধর হউক তাদের প্রমাণ সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করুন। অবৈধ ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী,গ্রাম পুলিশ ও চৌকিদারদের নির্দেশন দেওয়া হয়েছে।
পাঠকের মতামত