প্রকাশিত: ২০/১২/২০১৬ ৭:২৫ এএম

তুরস্কে রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ এক সশস্ত্র বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২ টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আঙ্কারায় একটি আর্ট গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারীভ এতে রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ মারাত্মকভাবে আহত হন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি এবং কেউ দায়ও স্বীকার করেনি।
 

পাঠকের মতামত