**মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান**
তোমার চোখে রাখতে চোখ
কতো রাত নির্ঘুম
কতো ক্ষণ তন্ময়
কেটে খুঁজেছি তাতে সুখ......
তোমার চোখে রাখতে চোখ।।
মন উড়েছে মেঘের ভেলায়,
বৃষ্টির মত আঝোরে-
কেঁদেছে কতো বেলা অবেলায়,
দৃষ্টি হয়েছিল দৃষ্টিহীন,
মন হয়েছিল ভাষাহীন,
বিরহ বিলাসে সঁপেছি বুক....
তোমার চোখে রাখতে চোখ।।
হৃদয় দিয়ে ছুঁতে হৃদয়
আবেগের বালু চরে
কতো দিন রাত ভোরে
খুঁজে ফিরেছি প্রিয় মুখ….
তোমার চোখে রাখতে চোখ।।
মুক্তো খুঁজে পেতে সাগর তীরে
কাটুক বছর যুগ-
না কুড়িয়ে ঘরে ফিরি কী করে,
যদি না পাই এ জীবনে
ধরা না দাও আলিঙ্গনে
মরনে জীবন প্রদীপ নিভুক….
তোমার চোখে রাখতে চোখ।