উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ২:৪৫ পিএম

গ্রামে কোনো লোডশেডিং চলবে না। দরকার হলে শহরে লোডশেডিং হবে। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। চলতি মৌসুমে কৃষি জমিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি দ্য রিপোর্ট.লাইভকে জানায় মন্ত্রিসভা সূত্র।

গ্রামের মানুষ যেন কষ্ট না পায় উল্লেখ করে তিনি বলেন, ‘আগে গ্রামে বিদ্যুৎ নিশ্চিত করুন। প্রয়োজনে শহরগুলো লোডশেডিং মোকাবেলা করবে।’

প্রায় সব মন্ত্রী-উপমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...