সব ধরনের মোটরসাইকেলের দাম বাড়াচ্ছে হিরো মোটর কর্পোরেশন। মোটরসাইকেল তৈরির কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে তারা। তবে এখনো পর্যন্ত কোনো গাড়ির বর্ধিত মূল্য ঘোষণা করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে তাদের এক্স-শোরুমে মোটরসাইকেলের দাম অন্তত ৫০০ টাকা বাড়বে।
জানা গেছে, চলতি অর্থবছরে প্রথম তিন মাসে ২১ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে হিরো। আগামী মাসেও বিক্রি একই হারে হবে বলে আসা করছে তারা।