প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৮:৩২ এএম

deepika-shahrukh-homeসঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের জন্য চেয়েছিলেন শাহরুখ খানকে। চরিত্রটি দ্বিতীয় নায়কের হওয়ার কিং খানের একদমই পছন্দ হয়নি। সরাসরি ‘না’ না বলে দ্বিগুণ পারিশ্রমিক চেয়ে ফিরিয়েছেন পরিচালককে।

’পদ্মাবতী’র নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজির চরিত্রে। অন্যদিকে শাহরুখকে প্রস্তাব দেওয়া রাজা রাওয়াল রতন সিং চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর।

প্রথমদিকে শোনা যায়, ‘পদ্মাবতী’র নামই পছন্দ হয়নি শাহরুখের। তাই পরিবর্তন করতে বলেছিলেন। কিন্তু বলিউড লাইফ জানায়, এ খবর ঠিক নয়। শাহরুখের হাতে বেশকিছু সিনেমা জমে আছে। দ্বিতীয় নায়কের চরিত্রে মুখ দেখানোর ফুসরতই নেই তার। তাই স্বাভাবিক পারিশ্রমিকের দ্বিগুণ চেয়ে টাকা দাবি করেন।

আরো শোনা যায়, আলাউদ্দিন খিলজির চরিত্রটিই চেয়েছেন শাহরুখ। এটাও নাকি পুরোপুরি গুজব।

ঐতিহাসিক চরিত্র হিসেবে রাওয়াল রতনকে সবাই দুর্বল গোছের শাসক হিসেবেই জানে। যিনি কিনা খিলজির কাছে সাম্রাজ্য, ক্ষমতা, এমনকি স্ত্রীকেও হারিয়েছেন। এ ভূমিকায় অভিনয়ে কয়েক শর্তে রাজি হন শহীদ। রাওয়াল চরিত্রটিকে খানিকটা পাল্টাতে হবে। আর তাকে পারিশ্রমিক দিতে হবে ৯ থেকে ১০ কোটির মধ্যে।

স্বপ্নের সিনেমাটি বাস্তবায়নে সঞ্জয় সব শর্তই মেনে নেন। চিত্রনাট্য পরিবর্তনের কথা শুনে রণবীর বেঁকে বসলে তাকেও ঠিকঠাক বুঝিয়ে বলেন।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...