ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০১/২০২৫ ১২:৪৮ পিএম

জয়পুরহাটে সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। আজ (বুধবার) সকাল ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানী গ্রামের মবেজ উদ্দিনের ছেলে। সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। গুয়াবাড়িঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। তিনি বেলা পৌনে ১১টার দিকে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...

অভিভাবকহীন ঘুমধুম ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি উপজেলা’র সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত জনপ্রতিনিধি’দের মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে গত নভেম্বর ...