কক্সবাজারে নিহত মেজর সিনহা হত্যা মামলা দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত সেনাবাহিনীর ...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে তাকে আনা হয়। ঐ মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) চট্টগ্রাম বিভাগীয় মোঃ মুফিজ উদ্দিন। তাকে ২০০৮ সালের দুদকের একটি মামলায় আদালতে আনা হয় বলে জানান তিনি।
বাদীপক্ষের আইনজীবী এড. রফিক জনান, এটি ২০০৮ সালের মামলা। তিনি তখন পৌরসভার দায়িত্বে ছিলে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। আজ সাক্ষীগ্রহণের দিন ছিল। দুদকপক্ষে দুইজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়
পাঠকের মতামত