ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা
ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের ‘চিন’ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য ...
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটি এলাকায় ঘটা ওই দুর্ঘটনায় মোট চারজন মারা যান। নিহত অন্যজন ভারতীয় নাগরিক।
নিহতরা ক্রিস্টাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়।
কিন্তু এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে খুব দ্রুতই নিহতদের নাম ও পরিচয় জানা যাবে বলে জানিয়েছে ওই কার্যালয়।
পাঠকের মতামত