প্রকাশিত: ০৬/১০/২০১৮ ১০:৫৯ এএম

দূষণ———–
অাশু বড়ু্য়া ——-

বাড়ছে মানুষ গড়ছে দালান,
বাড়ছে শৌখিন গাড়ি,
চলছে জীবন বাড়ছে বিপদ
দিচ্ছিই জীবন পাড়ি।

বাড়ছে অভাব লাগছে খাবার
ধংস করছি বন,
মোদের বিপদ মোরাই ডাকছি
বুঝে এইকথা ক’জন???

যতই বাড়ছে কলকারখানা
ততই বাড়ছে গ্যাস,
কমছে অক্সিজেন বাড়ছে
কার্বন ছড়াচ্ছেই তো বেশ।

অারও বানাচ্ছে কাচেঁর বাড়ি
বাড়ছে রোদের তাপ,
নিজের কর্মেই নিজেরাই দায়ী
বলছি দেশের পাপ।

এইভাবে যদি চলতেই থাকে
বাড়বে দূষণ মাত্রা,
সুখের জীবন শেষ হয়ে যাবে
আসবে অন্তিম যাত্রা।

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...