সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৪/১০/২০২৩ ৯:১৪ এএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষনা করা হলো রামু উপজেলা যুবলীগের কমিটি। নবগঠিত কমিটিতে পলক বড়–য়া সভাপতি এবং রাশেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক শুক্রবার সদস্যের এ কমিটি ঘোষনা দেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি নীতিশ বড়–য়া, কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স, মো. সালাহ উদ্দিন ও রজত বড়–য়া রিকু, যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
সদ্য বিলুপ্ত কমিটি এবং নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি ঘোষনার পর রামুতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এক আনন্দ মিছিল ও পথসভা করেছে নেতাকর্মীরা। রামুর স্বপ্নপুরী রাস্তার মাথা হয়ে শুরু হওয়া মিছিলটি স্টেশনের প্রধান সড়ক পদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক।
রামু উপজেলা যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি পলক বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাশেদ আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দীন সোহেল, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা ও যুবনেতা কায়সার মাহমুদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, আজিজুল হক এমইউপি, মো. ইউনুস এমইউপি, আবদুল জব্বার এমইউপি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহমান, পূর্নধন বড়ুয়া, রোহান ইবনে রিপন, যুবনেতা মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জাহেদ, সাবেক ছাত্রনেতা সোহরাব কামাল জাবেদ, আনছার, সাইফুল ইসলাম, ইমরান হোসাইন, নুরুল আলম, নুরুল হক, জাবেদ, উজ্জ্বল বড়ুয়া, শাহরিয়ার ইরফান, নাছির উদ্দিন, শাকিল, রায়হান, যুবনেতা সরওয়ার কামাল, রাজারকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাশেক সিকদার, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, চাকমারকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মো. ওমর ফারুখ, যুবনেতা মো: হেলাল, হেলালী রনি, মুজিব সহ একঝাঁক সাবেক ছাত্রনেতা।
পথসভায় নবনির্বাচিত কমিটির বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...