শফিক আজাদ,উখিয়া””
উখিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দরা বলেছেন, সরকার সুনামের সহিত যখন দেশ পরিচালনার পাশাপাশি সার্বিক উন্নয়নে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে বিএনপি-জামায়াত দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকতে হবে। এবং দলের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিষদ আলোচনা এবং দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ জাতির পিতার পরিবারের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়। শুক্রবার বিকালে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মিলনায়তনে উখিয়া আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউ,পি, চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া আওয়ামীলীগ নেতা যথাক্রমে নজির আহমদ চৌধুরী, রিয়াজুল হক রিয়াজ, ফরিদুল আলম, নুরুল হক খান, অধ্যাপক হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান, সাংবাদিক রাসেল চৌধুরী আশিক, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এস.এম. ছৈয়দ আলম, রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমএ মনজুর, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল করিম, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সদ্য অনুষ্ঠিত উখিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সমূহে দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কতিপয় নেতৃবৃন্দের ভূমিকায় তীব্র ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ব্যাপারে আরো ব্যাপক আলোচনা ও সিদ্ধান্দ গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজে উখিয়া আওয়ামীলীগের পূণরায় বর্ধিত সভার আহ্বান করা হয়েছে।
পাঠকের মতামত