ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৩/২০২৪ ৬:৫০ পিএম

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখতে পেয়েছেন অনেক মুসল্লি। তাদের মাধ্যমে কয়েকটি জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। ঢাকা পোস্টের কয়েকটি জেলার প্রতিনিধি এ তথ্য জিানিয়েছেন।

তবে প্রতি বছরের ন্যায় এখনো সরকারিভাবে তথা ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানায়নি

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...