প্রকাশিত: ০১/১০/২০১৬ ৯:২০ পিএম

shahid-pic-1উখিয়া নিউজ ডটকম::
উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, স্বাধীনতা পরবর্তী থেকে এ পর্যন্ত জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের অভূতপূর্ব অবকাঠামো গত যে সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে তা কোন সরকারের আমলে করতে পারেনি। বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সার্বিক ক্ষেত্রে সম্পাদিত উন্নয়নের সঠিক চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে আওয়ামীলীগের নেতা কর্মীদের সংগঠিত হয়ে উন্নয়নের প্রচার প্রচারণা চালাতে হবে।

শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মিলনায়তনে উখিয়া আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় উখিয়া আওয়ামীলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবদুর রহমান বদি বলেন, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের মাঝে নতুন নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। বিকল্প নেতৃত্ব সৃষ্টি করা না হলে, দল গণমূখী হবে না। আগামী সংসদ নির্বাচন প্রতিদ্বন্ধিতা পূর্ণ হওয়ার আভাশ দিয়ে তিনি নেতা কর্মীদের নিজেদের মধ্যে ভূল বুঝাবুঝি’র অবসান ঘটিয়ে জনসমর্থন বাড়ানোর তাগিদ দেন। উপস্থিত নেতা কর্মীরা উখিয়া থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সাধারণ লোকজনের পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা নানা ভাবে হয়রানি, আর্থিক অনিয়ম ও অপদস্তের শিকার হচ্ছে দাবী করে দ্রুত এসব নিরশনে প্রশাসনের দূর্নীতি, অনিয়মের লাগাম টেনে ধরার দাবী জানানো হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, মাষ্টার ছৈয়দ আলম, কন্ট্রেকটর ফরিদুল আলম, সাংবাদিক রাসেল চৌধুরী, মাহবুবুল আলম মাবু, উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ রাসেল চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজল করিম, রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, উখিয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিতুন প্রমুখ।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...