প্রকাশিত: ০৫/১০/২০১৬ ১০:১৩ এএম , আপডেট: ০৫/১০/২০১৬ ১২:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উন্নত বিশ্বের আদলে দেশের প্রথম ওপেন জেল নির্মিত হবে কক্সবাজারে। প্রচলিত জেলখানার মতো ওপেন জেলে আসামিদের নির্দিষ্ট কোন লকআপে বন্দি রাখা হবে না। আসামিরা মুক্ত বিহঙ্গের মতো hqসুবিশাল এলাকায় ঘুরে বেড়াতে পারবেন। বিভিন্ন ধরনের কলকারখানা ও কৃষি জমিতে কাজের সুযোগ পাবেন। কাজের বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দেয়া হবে। শুধু তাই নয়, পরিবার পরিজনের সাথে মাঝে মধ্যে সাক্ষাত ও মোবাইল ফোন ব্যবহারসহ সাধারণ মানুষের সাথে মেলামেশার সুযোগ পাবেন। কারা অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সরকারের কাছ থেকে কারা অধিদফতর কক্সবাজারের উখিয়ায় ৩২১ একর জমি পেয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে জমি বুঝে নিতে কারা অধিদফতরকে চিঠিও পাঠানো হয়েছে। উখিয়া নিউজ ডটকম

নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদফতরের একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, বরাদ্দকৃত ওই জমিতেই ওপেন জেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আধুনিক বিশ্বের ওপেন জেলের আদলে সেখানে প্রচলিত জেলখানার মতো বন্দিদের আসামি হিসেবে গণ্য না করে সাধারণ মানুষের মতো গণ্য করা হবে। সেখানে বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন ও কৃষিজ জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানোর কাজে জড়িত হওয়ার সুযোগ দেয়া হবে।তবে উখিয়ার কোন এলাকায় ওপেন জেল নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়ছে তা জানা যায় নি।উখিয়া নিউজ ডটকম

তারা বলেন, স্বল্প বা দীর্ঘমেয়াদি দুই ধরনের বন্দিদের ওপেন জেলে রাখা যেতে পারে। তবে দীর্ঘমেয়াদে সাজা খেটে যারা মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদেরকে সমাজ ও পরিবারে পূনর্বাসিত করতে ওপেন জেলে রাখা হয়।

উখিয়া নিউজ ডটকম

তবে কারা অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা কেউ প্রকাশ্যে ওপেন জেল বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, উখিয়ায় ৩২১ একর জমিতে ওপেন জেলসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা তাদের রয়েছে। তবে এখনও বিষয়টি পরিকল্পনাধীন থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলবেন না বলে জানান।সুত্র ” জাগোনিউজ

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...