প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ২:৫২ পিএম , আপডেট: ২৪/০৭/২০১৬ ৩:৩২ পিএম

received_1003722799740816কক্সবাজার প্রতিনিধি:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, এই দেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃণা করে। তার দৃষ্টান্ত আশুলিয়া ঘটনায় নিহত এক জঙ্গীর জানাজায় মাত্র ইমাম ছিলেন। কোন মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেনি।

তিনি বলেন, জঙ্গিবাদে কোন শান্তি নেই। এই দেশের মুসলিম জঙ্গীবাদকে ঘৃনা করে। জঙ্গিবাদ কোনভাবেই কল্যাণ বয়ে অানতে পারেনা।

কক্সবাজারে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

রবিবার সকালে শহরের অভিজাত হোটেল কক্সটুডে’র সম্মেলন কক্ষে সভায় তিনি আরো বলেন, জঙ্গীবাদ প্রতীরোধে একসঙ্গে কাজ করতে হবে। জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি মসজিদ-মন্দিরে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহজাহান, সাংবাদিক ইউনিয়নের কক্সবাজার জেলা সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...