ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৮/২০২২ ৯:৫৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০২২ ৯:৩১ এএম

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে একজনের মৃত্যু হয়। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ২৩ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ০৯ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৫৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ১২৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৯ জন। আগের দিন ৫ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২৬ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৩ জন। শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ।

পাঠকের মতামত

অনলাইন জুয়া / দেশে নেতৃত্ব দিচ্ছেন যারা , হেডকোয়ার্টার রাশিয়া

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর-শিবপুর সড়কে দাঁড়িয়ে হাত উঁচিয়ে একটি নির্মাণাধীন বাগানবাড়ি দেখালেন স্থানীয় আবুল হোসেন। ...

সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ...