ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১:৩২ পিএম

দেশে মুসলমানের সংখ্যা বাড়লেও কমেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মালম্বীদের সংখ্যা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক চূড়ান্ত প্রতিবেদনে মো. দিলদার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ বছরে মুসলমান বেড়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। হিন্দু শূন্য দশমিক ৫৮ শতাংশ। বৌদ্ধ শূন্য দশমিক ১ শতাংশ। খ্রিস্টান শূন্য দশমিক ১ শতাংশ এবং অন্যান্য ধর্মালম্বী কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

মো. দিলদার হোসেন জানান, দেশে বর্তমানে মোট জনসংখ্যার ৯১ দশমিক ৮ শতাংশ মুসলমান, ২০১১ সালে ছিল ৯০ দশমিক ৩৯ শতাংশ। বর্তমানে হিন্দু ৭ দশমিক ৯৬ শতাংশ ও ২০১১ সালে ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে বৌদ্ধ শূন্য দশমিক ৬১ ও ২০১১ সালে ছিল দশমিক ৬২ শতাংশ। বর্তমানে খ্রিস্টানের সংখ্যা শূন্য দশমিক ৩০ শতাংশ ও ২০১১ সালে ছিল শূন্য দশমিক ৩১ শতাংশ। আর অন্যান্য ধর্মালম্বীদের বর্তমান সংখ্যা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ ও ২০১১ সালে ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

সংকটে থাকা ইউনিয়ন ও এক্সিম ব্যাংককে ৫৫০ কোটি টাকা তারল্য সুবিধা দিচ্ছে সোনালী ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এরমধ্যে ৪০০ কোটি টাকার ধার পাচ্ছে এক্সিম ব্যাংক; ইউনিয়ন ব্যাংক ...