দেশে মুসলমানের সংখ্যা বাড়লেও কমেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মালম্বীদের সংখ্যা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক চূড়ান্ত প্রতিবেদনে মো. দিলদার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১০ বছরে মুসলমান বেড়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। হিন্দু শূন্য দশমিক ৫৮ শতাংশ। বৌদ্ধ শূন্য দশমিক ১ শতাংশ। খ্রিস্টান শূন্য দশমিক ১ শতাংশ এবং অন্যান্য ধর্মালম্বী কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।
মো. দিলদার হোসেন জানান, দেশে বর্তমানে মোট জনসংখ্যার ৯১ দশমিক ৮ শতাংশ মুসলমান, ২০১১ সালে ছিল ৯০ দশমিক ৩৯ শতাংশ। বর্তমানে হিন্দু ৭ দশমিক ৯৬ শতাংশ ও ২০১১ সালে ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে বৌদ্ধ শূন্য দশমিক ৬১ ও ২০১১ সালে ছিল দশমিক ৬২ শতাংশ। বর্তমানে খ্রিস্টানের সংখ্যা শূন্য দশমিক ৩০ শতাংশ ও ২০১১ সালে ছিল শূন্য দশমিক ৩১ শতাংশ। আর অন্যান্য ধর্মালম্বীদের বর্তমান সংখ্যা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ ও ২০১১ সালে ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ।