প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৭:২৮ এএম

Pakh‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের বদৌলতে ‘পাখি` নামেই দুই বাংলায় বহুল পরিচিত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি খবর রটে গোয়াতে দেহ ব্যবসায় লিপ্ত থাকার অভিযোগে এই অভিনেত্রী গ্রেফতার হয়েছেন।

এই মিথ্যা গুজবে নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে মধুমিতা কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা যায়, আজ বৃহস্পতিবার এবং গত কয়েকদিনে কলকাতার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে পতিতা পাখির গ্রেফতার। শুধু তাই নয়, শিল্পী মহলেও এই নিয়ে বেশ গুঞ্জন তৈরি হয়। সৌজন্যে অবশ্যই দুই বাংলার কিছু অতি উৎসাহী সংবাদমাধ্যম। সেইসব খবরে প্রকাশিত হয়েছে যে, বাড়তি টাকার নেশায় দেহব্যবসায় জড়িয়ে পড়েছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী ‘পাখি’। গোয়ার একটি বিলাসবহুল হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পাখি অর্থাৎ মধুমিতা সরকার এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। যেভাবে তার সম্বন্ধে এই মিথ্যা সংবাদ একাধিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তাতে নিজের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...