নারায়ণগঞ্জের সদর উপজেলা থেকে দেড় লক্ষাধিক পিস ইয়াবা ও বেশ কিছু ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার নুরুল ইসলাম, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার আলম ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাদশা।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় ভেতরে থাকা নুরুল ইসলাম ও আলমকে জিজ্ঞসাবাদ করেন। পরে তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী ওই পিকআপ ভ্যানের চেসিসের ভেতরে রাখা ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
একই সময়ে ফতুল্লা থানার নয়ামাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি বাদশাকে আটক করেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এবং এই মাদক চোরাচালানের হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।