উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পালংখালী ইউনিয়নের উপজাতি অধ্যুষিত গ্রাম তেলখোলায় কথিত গণধর্ষণ মামলা তদারকি করতে কক্সবাজার পুলিশ সুপার সহ প্রশাসনের একদল প্রতিনিধি গতকাল শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন কালে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ কথিত ধর্ষিত ক্যানছাপু চাকমার বাড়ীতে গিয়ে তার মেয়ে লাছিং মে (২২) সাথে একান্তে আলাপ করেন। তবে এবিষয়ে তিনি কাউকে কিছু বলেননি।
পরে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ তার বাড়ী থেকে বেরিয়ে আসলে আসামী পক্ষের কিছু মহিলা পুলিশ সুপারের সাথে ক্রন্দনরত অবস্থায় সাক্ষাৎ করলে পুলিশ সুপার ন্যায় বিচারের আশ্বস্ত করেন। এসময় পুলিশ সুপার তেলখোলা গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, আদালতে একটি গণধর্ষন মামলা রুজু করা হয়েছে। ওই মামলাটি উখিয়া থানা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তদন্তকাজ চলছে, পাশাপাশি তদন্তের তদারকিও করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের তদন্তে উঠে আসবে মামলা সত্য নাকি মিথ্যা। এনিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে আগত গ্রামবাসীদের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) আব্দুল মালেক মিয়া, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য তোফাইল আহমদ, মোজাফ্ফর আহমদ, নুরুল আমিন ও মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ কায়কিসলু। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানান, কক্সবাজার পুলিশ সুপার মামলার তদারকি করে সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে গেছেন।
উল্লেখ্য যে, তেলখোলা গ্রামের মৃত সবিন্ন কারবারির ছেলে চিংক্যিও চাকমা জানান, সে একখন্ড বনভূমির উপর একটি ঘর করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল দীর্ঘদিন থেকে। ইতিমধ্যে মৃত রংছাউ চাকমার ছেলে ক্যানছাপু চাকমা (৪৬) উক্ত বসতভিটাটি জবর দখলের অপচেষ্টা চালিয়ে চিংক্যিও চাকমার বসতভিটা ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল।
ক্যানছাপু চাকমার অভিযোগ, তার বসতভিটাটি প্রতিপক্ষ ভোগদখল করে আসছে দীর্ঘদিন থেকে। ওই বসতভিটার বাশঁ কাটতে গেলে প্রতিপক্ষরা তার মেয়ে লাছিংমে (২২) কে গণধর্ষণ করেন। এঘটনা নিয়ে লাছিংমে বাদী হয়ে প্রদিপ চাকমা (৪১), মংপু চাকমা (৫৭) সহ ৪ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। এনিয়ে স্থানীয় ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্য, হেডম্যান, কারবারিসহ প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী কথিত ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তদাবী করে গতশুক্রবার উখিয়া থানায় বিক্ষোভ প্রদর্শন করেন।
পাঠকের মতামত