প্রকাশিত: ১৩/১০/২০১৬ ৭:২৮ এএম

fake-moviঅবশেষে মুক্তির পথে নওশীন-হিল্লোল অভিনীত ‘মুখোশ মানুষ’ সিনেমাটি। বছর দুয়েক আগে ইউটিউবে ছড়িয়ে পড়েছিল ‘দ্য ফেইক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিডিও ক্লিপ। যেখানে এই তারকা দম্পতিকে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। ভিডিওটি ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ছবিটিই পরে রূপ নেয় পূর্ণদৈর্ঘ্যে। নাম পরিবর্তন হয়ে হয় ‘মুখোশ মানুষ’। সম্প্রতি সেন্সর বোর্ডের চৌকাঠ মাড়িয়েছে সিনেমাটি। হয়েছে কিছুটা কাটা-ছেঁড়াও। এবার ছবিটির নির্মাতা ঘোষণা করলেন মুক্তির তারিখ।

ছবিটি আগামী ১৬ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে এ খবর নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল।

তিনি বলেন, ‘এরআগে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা কারণে সেটা আটকে যায়। কিন্তু সব ঝামেলা চুকিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’

‘মুখোশ মানুষ’ শিরোনামের থ্রিলার ক্রাইম ধাঁচের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, লামিয়া মিমো, রাইজা রশীদ ও মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...