নগদ লিমিটেডের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে জালিয়াতির মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছে।
মামলার নথি অনুযায়ী, এই মামলায় বাংলাদেশ ডাকঘরের নয়জন কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিচালনাগত অনিয়মের উদ্বেগের কারণে বাংলাদেশ ব্যাংক নগদে একজন প্রশাসক নিয়োগ করে। প্রশাসকের তদন্তে বেশ কয়েকটি অভিযোগের অসঙ্গতি প্রকাশ পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য নগদ অর্থের ব্যাংকিং ছাড়াই ই-মানি তৈরির ফলে ৬০০ কোটি টাকার ঘাটতি, যা আর্থিক ক্ষেত্রে একটি গুরুতর অনিয়ম। এছাড়াও সরকারি ভাতার জন্য মনোনীত ৪১টি বিতরণ অ্যাকাউন্ট থেকে প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকার অননুমোদিত উত্তোলন শনাক্ত করা হয়েছে।
পাঠকের মতামত