আলমগীর মাহমুদ::
‘কুতুপালং, ময়নারঘোনা’ -পৃথিবীর মানুষ নামে চেনে।কেন? এমন কি কারখানা আছে যার উৎপাদন রপ্তানী করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় ? ভবিষ্যতে জাপানীদের টয়োটা গাড়ীর মত কিছ ু উৎপাদিত হবার সম্ভবনা?
যাহ দিয়ে বাঙ্গালী দাঁড়াবে!সবুজ পাসপোর্ট মর্যাদায় হবে লাল পাসপোর্ট এর সমান, তার কাছাকাছি ? যদি এমন কোন পাওনারই ভাগে বাঙ্গালীর পাওন না ঘটে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের কুতুপালং, ময়নারঘোনায় রোয়াইঙ্গা দর্শনে কেন সর্বসাধারণ রুটিন কর্ম পালনে ও হবে অবরুদ্ধ ?
রাজপথের পায়েহাঁটার পথটিতে কেন থাকবে রুটি, রুজির সন্ধানীদের আইনী বাহিনীর তাঁড়া?চাকা থাকবে বন্ধ।তা আবার এক দুই চার ঘন্টা নয় ঘন্টার পর ঘন্টা?
জাতির দিনের কর্ম স্তব্দ করে মেহমানসম্মান দেখানোর এমন কর্ম পৃথিবীতে কোন জাতি করে?
সাত ফেব্রুয়ারি ১৮ বুধবার ৯টা ৪৭মি কলেজ গেইটে পৌঁছাতেই দেখি ঝাঁকে ঝাঁকে শিখতে আসারা ঘরমুখো। কার আগে কে যাবে এভাবে হাঁটার এক গতিময়তা। আমি অবাক হই। এমন দৃশ্য কেন?
জানতে চাইলে স্যার এক্টু পরেই গাড়ী চলাচল বন্ধ হয়ে যাবে। ঘরমুখো হতে গাড়ী চলাচল স্বাভাবিক হবে তিনটা থেকে সাড়ে তিনটা লাগবে।প্রশ্ন করি আসার সাথে সাথেই যদি যাবার চিন্তা টেনশন তাইলে আসারইবা কি ছিল প্রয়োজন?
উত্তর.. স্যার কলেজে এসেই জেনেছি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আসতেছে।জর্ডানের রানী যেদিন আসে সেদিন গাড়ীতেই আটকা পড়ে বসে ছিলাম ৩ঘন্টার কিছু বেশী।ইন্দোনেশিয়ারটা যেদিন সেদিন বাড়ি পৌঁছাইছি ছয়মাইল হেঁটে।
রাষ্ট্রদূত ভি,আই,পি প্রত্যেকদিনতো আছেই।রাস্তায় আটকা ঠেলে ঠেলেই আসি।তবে প্রেসিডেন্ট আসলে রাষ্ট্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তার নামে অলিখিত হরতালটা কঠোর,কঠিন। তাঁদেরওবা কি দোষ !।তাঁরাও যে চাকরী করে!! … চলবে
লেখক:–
বিভাগীয় প্রধান।
সমাজবিজ্ঞান বিভাগ
উখিয়া কলেজ।
alamgir83cox@gmail. com
পাঠকের মতামত