উখিয়া নিউজ ডেস্ক :
নতুন বছরে দেশবাসীকে উপহার হিসেবে ফোরজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
তারানা হালিম বলেন, ‘ফোরজি সেবার সংশোধিত গাইডলাইনে প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন। সেই গাইডলাইন মন্ত্রণালয়ে এসেছে। আজই আমরা সেটা বিটিআরসি’র কাছে পাঠিয়ে দেবো। বিটিআরসি ফোরজি চালুর বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘আগামী জানুয়ারি মাস থেকে দেশবাসী যাতে ফোরজি সেবা পায় সে বিষয়ে আমরা উদ্যোগী হয়েছি। ফোরজি সেবায় প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি থাকবে ২০ এমবিপিএস। তবে বিটিআরসি ভবিষ্যতে এই গতি বাড়াতে কাজ করবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মোবাইল ফোন অপারেটররা আমাদের গাইডলাইনের বিষয়ে ২৩টি ‘কনসার্ন’ পাঠিয়েছিল। তার মধ্যে ২২টি সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে। অন্যটির আংশিক সমাধান করা হয়েছে। আমরা আশা করি অপারেটররা তরঙ্গ নিলামে অংশ নেবে এবং ফোরজি সেবা চালু করবে।’
তিনি আরও বলেন, ‘আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ফোরজি চালুর প্রক্রিয়া শুরু হলো। ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং জানুয়ারি থেকে মানুষ সেবা পাবে বলে আশা করছি।’ সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত