উখিয়া নিউজ ডটকম::
নতুন বছরের শুরুতেই জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড পাবেন উখিয়া-টেকনাফবাসী। প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডের ৫০ লক্ষ ভোটারের মাঝে এবং কুড়িগ্রামের বিল্লু ছিটমহল ও দাসিয়ার ছড়াতে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ২০১৭ সালে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ বিভিন্ন উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। কাগজের জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে মেশিন রিডেবল স্মার্ট কার্ড পাওয়ার জন্য কার্ড প্রত্যাশীরা উপজেলার নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্মার্ট কার্ডে সব মিলিয়ে ব্যক্তির বা ভোটারের ৩২ ধরনের তথ্য থাকবে। কার্ডের মেয়াদ হবে ১০ বছর। আগে নারীদের ক্ষেত্রে স্বামীর নাম দৃশ্যমান ছিল, বাবার নাম ছিল না। অন্যদিকে পুরুষের কার্ডে স্ত্রীর নাম ছিল না। তবে এবার নারীদের স্মাট কার্ডে স্বামীর নাম দৃশ্যমান থাকছে না। সেখানে থাকছে পিতার নাম। যাদের লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র নেই তারা নির্ধারিত স্লিপ দিয়ে এনআইডি নম্বর জেনে বিতরণ কেন্দ্রে উপসি’ত থেকে স্মাট কার্ড সংগ্রহ করতে পারবেন। তবে যার কার্ড তাকে পেতে অবশ্যই স্বশরীরে উপসি’ত থাকতে হবে। উল্লেখ্য, যেকোন মোবাইল থেকে ১০৫ নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়েও স্মার্টকার্ডটি কোথায় ও কখন দেওয়া হবে তার যাবতীয় তথ্য জানা যাবে। এছাড়া এই লিংকে এ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। সেক্ষেত্রে এই লিংকে ক্লিক করলে একটি উইন্ডো আসবে। সেখানে নির্দিষ্ট স’ানে যে কারো এনআইডি নাম্বার বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ লিখে কার্ড বিতরণ তথ্য অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য পাওয়া যাবে।
বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহায়তায় আইডেন্টিং ফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্স একসেস টু সার্ভিসেস(আইডিইএর) আওতাধীন এ স্মার্টকার্ড প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের জুলাইয়ে। ৫ বছর মেয়াদী এ প্রকল্পটি কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুন মাসে। স্মার্টকাড তৈরি ও বিতরণের দীর্ঘ সূত্রীতার কারণে এ প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এনআইডি সূত্রে জানা গেছে, দেশে বর্তমান ভোটার রয়েছে প্রায় ১০ কোটি। এদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটার লেমেনেটিং করা এনআইডি কার্ড পেয়েছে। পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা সম্পন্ন এ স্মার্টকার্ডের ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস’া রয়েছে। যা কেউ কখনো ইচ্ছা করলেও নকল করতে পারবে না। উখিয়া টেকনাফে দায়িত্বরত নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এবং স’ায়ী নাগরিকত্ব সুযোগ লাভ করতে ব্যর্থ হয় সে লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশের ন্যায় উখিয়া টেকনাফের প্রতিটি নাগরিককে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তিনি বলেন, আগামী নতুন বছরের শুরুতেই এ দু’ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু হতে পারে।
পাঠকের মতামত