প্রকাশিত: ০১/০১/২০১৮ ১১:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৯ এএম

*অাশু বড়ুয়া*

নতুন অাশা প্রাণে জাগেই
অানে নতুন খবর,
সুখ দুঃখ পেরিয়ে এলো
অারেক নয়া বছর।

সবাই চায় ভালো কাটুক
নতুন দিন গুলি,
যতো অাছে দুস্বপ্ন
আমরা যাই ভুলি।

খানাপিনাই অাড্ডা হবে
আরও কত কিছু,
সবার সাথে করবো ভাগ
ভাবো না উচু নিচু।

থাকবেই না হিংসা বিভেদ
থাকবেই না রেশ,
চারদিকেই অানন্দ হবে
জমে ওঠবে বেশ।

হিংসা বিভেদ ভুলে গিয়েই
প্রাণের দড়ি গড়ি,
খারাপ কর্ম ছেড়ে দিয়েই
নামাজ দোয়া পড়ি।

ভালো কর্মে কাটবে বছর
শোভন হবে অাঠারো,
চিরবিদায় দিলাম তুরে
দাগি বছর সতেরো।

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...