আইরিন আকতার :
পূরণ হতে যাচ্ছে কক্সবাজারের শিক্ষার্থীদের র্দীঘ দিনের প্রানের দাবী। নতুন ৩ বিষয়ে অনার্স-মাস্টার্স পেতে যাচ্ছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা, গণিত ও উদ্ভিদ বিজ্ঞান এ ৩ বিষয়ে এবার চালু হচ্ছে অনার্স-মাস্টার্স। ব্যবস্থাপনায় ২০০ আসন, গণিতে ৮৫ আসন ও উদ্ভিদ বিজ্ঞানে ৫৫ আসনে অর্নাস চালু হচ্ছে। সেই সাথে প্রত্যেক বিভাগের জন্য ২ জন করে মোট ৬ জন শিক্ষকের নতুন পদ সৃস্টি হচ্ছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী জানান ২০১৭- ১০১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। তিনি বলেন “ এ বিভাগ গুলোতে পূর্বে থেকেই ৪ জন করে শিক্ষক ছিলেন । তারা এইচ এস সি, ডিগ্রী ও নন মেজর বিষয়গুলোতে পাঠদান করাতেন। এবার তারা নিজস্ব বিভাগ পাচ্ছেন। সাথে প্রত্যেক বিভাগে ২ জন করে কলেজে নতুন করে ৬ জন শিক্ষকের নতুন পদ সৃস্টি হচ্ছে। র্দীঘ দিন ধরে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে এ কলেজে এ ৩ বিষয়ে অর্নাস- মার্স্টাস খোলার চেষ্ঠা করছিলাম। শেষ পর্যন্ত সফল হয়ে খুব ভালো লাগছে। ”
এদিকে এ ৩ বিষয়ে অনার্স চালু হওয়ার খবরে খুশি শিক্ষার্থীরা। একাদশ শ্রেনী ব্যবসা শিক্ষা শাখার ছাত্রী আসফিয়া সুলতানা বলেন “ ব্যবস্থাপনা বিষয়ে অনার্স করার ইচ্ছ আছে। এ বিষয়টা নেই বলে অন্য বিষয়ে অনার্সকরবো বলে ভেবেছিলাম। এখন শুনছি এ বিষয় এখন আমাদের কলেজেই । খুব ভালো লাগছে যে পছন্দের বিষয়েই অনার্স করতে পারবো।”
শিক্ষার্থী ইরতিয়াজ নূর বলেন “ ছোট থেকে গণিত বিষয়টা আমার খুব ভালো লাগে। ফলাফলও বরাবরেই ভালো করেছি। ইচ্ছা আছে গণিতেই অনার্স করবো। তা যদি আমার কলেজেই হয় এর থেকে খুশির আর কি আছে। ”
পাঠকের মতামত