রামু সমিতির উপদেষ্টা ও নব নিয়োজিত নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানাল ঢাকাস্থ রামু সমিতি। ২৮ জুলাই সন্ধ্যায় হেলাল উদ্দিনের মিন্টু রোডস্থ বাসভবনে রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সুজন শর্মার নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল তার সংগে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় হেলাল উদ্দিন রামু সমিতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সমিতির কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক সবুজ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, স্বাস্থ্য সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নারী বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কক্সবাজারের কৃতী সন্তান হেলাল উদ্দিন রামু সমিতির উপদেষ্টা।