মেকাপে নবববাহিতাকে দেখে মুগ্ধ না হয়ে স্বামী আর যাবেন কই? কিন্তু বিপদ ঘটল মেকআপ মুছে ফেলতেই। স্ত্রীকে বিনা সাজগোজে দেখেই একেবারে চমকে গেলেন স্বামী। স্ত্রীর রূপ দেখে মনে হল যেমন সুন্দর বিয়ের সময় স্ত্রীকে দেখেছিলেন, তেমন সুন্দর তিনি আর নেই। আর সেই কারণেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আর্জি জানালেন স্বামী। ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। বিয়ের পর আরব আমিররাতের এই দম্পতি একসঙ্গে বেড়াতে যাওয়ার পরই এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্বামী এবং স্ত্রী একসঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন। মেকআপহীন স্ত্রী জল থেকে উঠে আসতেই স্বামী দেখেন তাঁকে আর সুন্দর দেখতে লাগছে না। আর তারপরই বিচ্ছেদের সিদ্ধান্ত। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রী। আপাতত তার চিকিৎসা চলছে।
পাঠকের মতামত