উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৯/২০২৪ ৮:০৭ এএম

বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তে স্বর্ণসহ ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। নাইক্ষংছড়িতে ১১ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে চালিয়ে এ সব পণ্য জব্দ এবং ২ জনকে আটক করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ ভরি ৬ আনা স্বর্ণেরপাত, মিয়ানমারের টাকা আর বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য ।
আটককৃত ব্যক্তির নাম মিউলাই ওয়া (২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)। তারা মিয়ানমারের নাগরিক।
বিশ্বস্থ সূত্র জানায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি নামক এলাকায় বিজিবির চেকপোস্টে স্বর্ণালংকার ও মিয়নমারের ৩৮ হাজার ও বাংলাদেশি ৫৫ হাজার টাকা এবং বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সহ ওই ২ মিয়ানমার নাগরিককে আটক করে ১১ বিজিবি।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...