বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ব্রিক ফিল্ডে সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বান্দরব্ন পরিবেশ অধিদপ্তর।
আরো পড়ুন::
সীমান্তে অবৈধ ইটভাটার অনুমোদন পেতে কোটি টাকার মিশন
‘ম্যানেজ’ করে চলছে নাইক্ষ্যংছড়ি সীমান্তের অবৈধ ইটভাটা
ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ হাইকোর্টের
সূত্র আরো জানান, সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংসকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর'র সহকারী পরিচালক রেজাউল করিম, পরিদর্শক নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়াসহ ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইট তৈরি করার প্রস্তুতিকালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।