নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির অভিযানে মিয়ানমারের ১২ টি গরু জব্দ, ধরার ছোঁয়ার বাইরে চোরাকারবারিরা
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ভাল্লুক খাইয়াতে বিজিবির অভিযানে ১২টি মায়ানমারের গরু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ভাল্লুক খাইয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ আজম খানের নেতৃত্বে টহল দল বিওপি থেকে উত্তর-পশ্চিম দিকে রোহিঙ্গা টিলা নামক স্থান থেকে অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মালিক বিহীন মায়ানমার থেকে অবৈধ পথে আসা ৯টি মায়ানমারের (বার্মিজ) গরু জব্দ করে।
অপর দিকে বিকাল সাড়ে ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ব্যাটালিয়নের এডি মোঃ আল আমিন এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ব্যাটালিয়ন থেকে আনুমানিক ২ কিঃমিঃ দক্ষিণ- পূর্বে রামুর বড় জামছড়ি নামক এলাকা থকে মালিক বিহীন অবৈধ ৩ টি মায়ানমারের (বার্মিজ) গরু উদ্ধার করে।
বিজিবির পৃথক অভিযানে সর্বমোট ১২টি মিয়ানমারের গরু জব্দ করা হয়।
উদ্ধারকৃত গরু গুলি নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ান বিজিবির হেফাজতে রয়েছে। জব্দকৃত গরু গুলি পরবর্তীতে নিলাম কার্যক্রম করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত