প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ৯:৩২ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ

সারাদেশে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী ব্যাপক গণজাগরণ সৃষ্টি এবং যেখানেই জঙ্গী-সন্ত্রাসী সেখানেই সর্বাত্মক প্রতিরোধের টার্গেটকে প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, সীমান্ত এলাকার অপরাধ দমনের লক্ষ্যে নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ে আসাবন্ধকরণ, অবৈধভাবে মাদকদ্রব্য অনুপ্রবেশ রোধসহ চোরাচালান প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সকল আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়।

গত ৩১ জুলাই (রবিবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের টি,টি,সি,আই হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান মু, কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রির উপজেলা প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বাশার, নাইক্ষ্যংছড়ি থানা ইনর্চাজ মু, আবুল খাইর।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান মু, ফরিদুল আলম, বাইশারীর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মু, আলম কোম্পানী, দৌছড়ি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মহিলা সদস্যা জায়তুন নাহার বেগম, ঘুমধূম ইউনিয়নের চেয়ারম্যান মু, জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বাহাইন মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মো, আবুল বাশার নয়ন, সংবাদ কর্মী জাহাঙ্গীর আলম, মো, হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ। এই ছাড়াও ৩১ ব্যাটিলিয়ন, ৫০ ব্যাটিলিয়ন ও ১৭ ব্যাটিলিয়ন এর প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্যসেবার বিকল্প নেই

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকরা তথ্যসেবার মাধ্যমে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ...

উখিয়ায় রেস্টুরেন্টের স্ক্রিনে নি’ষি’দ্ধ ‘ছা’ত্রলী’গের ফেরার বার্তা!

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’। মঙ্গলবার ...