শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির আওতায় সারাদেশে সন্ত্রাস-জঙ্গীবাদবিরোধী ব্যাপক গণজাগরণ সৃষ্টি এবং যেখানেই জঙ্গী-সন্ত্রাসী সেখানেই সর্বাত্মক প্রতিরোধের টার্গেট রেখে কমিটি গঠনের নির্দেশনাকে কেন্দ্র করে জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মাষ্টার ক্যউচিং চাক্ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান মেম্বারের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা অধ্যাপক শফি উল্লাহ, বান্দরবান জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল বাশার চেয়ারম্যান, যুগ্ন আহ্বায়ক আবু তাহের, তছলিম ইকবাল চৌধুরী, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ সিরাজুল হক, সাবেক দপ্তর সম্পাদক ছৈয়দ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম কালু, যুবলীগের সভাপতি হোসেন আহম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ, আলী হোসেন মেম্বার,সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, সহ সভাতি মিজান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি উবা চিং মার্মা, সাধারণ সম্পাদক বদরুল্লাহ বিন্দু, ইফাজ, নুরুল ইসলাম রাসেল প্রমূখ।
সভায় নাইক্ষ্যংছড়িউপজেলা আওয়ামীলীগের নেতা অধ্যাপক শফি উল্লাহকে সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দীনকে কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক চেতনার শক্তি, বুদ্ধিজীবি, সুশীল সমাজ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, নারী, ছাত্র, তরুন-যুবক সহ সর্বস্তুরের জনতা ও সংগঠনের নেতৃবৃন্দকে অর্ন্তভূক্ত করা হয়েছে।