শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়িতে ফলদ বৃক্ষ মেলা ২ আগষ্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ৩(তিন) দিন ব্যাপী বৃক্ষমেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভার প্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল) মোঃ কামাল উদ্দীন।
মেলা উদ্বোধন এর পরে প্রধান অতিথি কৃষি মেলার স্টল পরির্দশন করেন। এ সময় প্রধান অতিথি সবার উদ্দেশে বলেন ,“অর্থ পুষ্টি স্বাস্থ্য চান- দেশী ফল বেশি খান”।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোঃ শাহেদুল ইসলাম এর সভাপতিত্বে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জাহিদুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি জঙ্গী ও সন্ত্রস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার নয়ন, প্রমুখ।এই ছাড়া সদর উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ,উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।