প্রকাশিত: ০৫/০৬/২০১৬ ৩:০৬ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ পলিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস  পালন উপলক্ষে রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। “শত কোটি জনের অপার স্বপ্ন,একটি বিশ্ব, করি না নিঃস্ব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান কামাল উদ্দীন র‌্যালীটির উদ্বোধন করেন। র‌্যালীর শেষে উপজেলা প্রশাসনের টি,টি,সি,আই হলরুমে পরিবেশ নিয়ে আলোচনা সভায় নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা শেখ আব্দু সবুর এর সভাপতিত্বে বি,আর,ডি,পির সহকারি কর্মকর্তা মোঃ শাহ আলমের সঞ্চালনায় চেয়ারম্যান কামাল উদ্দীন তার বক্তব্যে বলেন  মানব জাতীর টেকসই জীবন উন্নয়নের জন্য প্রয়োজন সুষম ভারসাম্যপূর্ণ পরিবেশ। পরিবেশ সংরক্ষন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার সার্থে জাতীয় সম্পদের সুষ্ঠব্যাবহারে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত( প্যানেল)চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রির প্রতিনিধি খাইরুল বাশার চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি থানার সাব ইন্সেপেক্টার মোঃ এহেছান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদীন খালেদ,সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, সংবাদ কর্মী আবুল বাশার নয়ন,জাহাঙ্গীর আলম কাজলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...