শামীম ইকবার চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাক্ ঢালা এলাকায় এক শিক্ষার্থীকে গোসল করার অবস্থায় ছবি তোলা অপরাধে মোবাইলসহ আটক করেছে পুলিশ।
গত ১৬ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০টায় সদর উপজেলার চাক্ ঢালা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতেবিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তড়িৎ গতিতে পুলিশ ফোর্স পাঠিয়ে এবং অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা ফকির আহম্মেদের পুত্র মঞ্জুআলম (১৯) মোঃ সেলিমের পুত্র হামিদ হোসেন (২০) মোঃ জাকের হোসেনের পুত্র মোঃ শফি (২৩) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ফোর্সের অভিযানে শিক্ষার্থী গোসল করার অবস্থায় ছবি তোলার দায়ে তিন ব্যক্তিকেআটক করার নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।
উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম জানান, আমার কাছে এ ছবি তোলার অভিযোগ সংবাদটি পাই তখন তড়িৎ গতিতে পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।এ তিন আটককৃত ব্যক্তিদেরকে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড কার্যকরের নির্দেশ প্রদান করা হয়েছে।
পাঠকের মতামত