প্রকাশিত: ০১/০৮/২০১৬ ১০:১৫ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা আ.লীগের উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১ আগষ্ট ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের টি,টি,সি,আই হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য বান্দরবান জেলা পরিষদের প্রভাবশালী সদস্য ক্যসাপ্রু মার্মা বলেন, আমরা যদি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকি গুটি কয়েক জঙ্গী কিছুই করতে পারবে না। তারা জনপ্রতিরোধে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আরও বলেন, জঙ্গীবাদ আসলে সন্ত্রাস। সন্ত্রাস সৃষ্টি করে কোনো উদ্দেশ্য সফল করা যায় না। সন্ত্রাস ও জঙ্গী তৎপরতার মাধ্যমে সারা বিশ্বে শান্তির ধর্ম ইসলামকে অবমাননা করার চেষ্টা করা হচ্ছে, ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করা হচ্ছে। এর পিছনে ইসলাম ধর্মের নামধারী জামায়েত চক্র জড়িত থাকতে পারে। তিনি বলেন ৭১ এর চেতনায় দেশবাসী ধর্ম, বর্ণ, মত পথ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রতিষ্ঠানে কমিটি গঠন করে এবং আমরা প্রত্যেকে যদি সজাগ থাকি তবে জঙ্গীবাদ ও মদদদাতারা নির্মূল হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউচিং চাক্ এর সভাপতিত্বে এবং সাধারণ সদস্য সচিব মোঃ ইমরান মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা মোজাম্মেল হক বাহাদু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান পৌর কমিশনার অজিত কুমার দাশ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রির উপজেলা প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বাশার চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, নব নির্বাচিত জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক এম, শফি উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি, জঙ্গী ও সন্ত্রস প্রতিরোধ কমিটির  সাধারণ সম্পাদক এম, জসিম উদ্দীন , জেলা আওয়ামীলীগ সদস্য ও বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আবুতাহের, তছলিম ইকবাল চৌধুরী, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ সিরাজুল হক,সাবেক দপ্তর সম্পাদক এম,এস ইকবাল চৌধুরী,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম কালু, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফা কামাল লালু, সাধারণ সম্পাদক সাইফুদীন মামুন শিমুল,সাংগঠনিক সম্পাদক শফিউল করিম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আব্দু সাত্তার, জাতীয় শ্রমীকলীগের সভাপতি জহির উদীন,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সদর ইউপি সদস্যা জুহুরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন মেম্বার, ইব্রাহীম আজাদ, জেলা ছাত্রলীগের সদস্য উবাচিং মার্মা, ইফাজ, আফসার উদীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদরুল্লাহ বিন্দু,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম রাসেল, মুমিনুল আলম মুমু প্রমূখ। এ ছাড়া সভায় সর্বস্তরের ওর্য়াড, ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মাহবুব সভাপতি কামাল সহ সভাপতি বাহারি সাধারণ সম্পাদক নির্বাচিত কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাবের দ্বি বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে মাহবুব কামাল বাহারি প্যানেলের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ...

সেন্টমার্টিনে অবৈধভাবে নিমার্ণাধিন ৫ ভবনে কাজ বন্ধ, মামলার নিদের্শনা

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবৈধভাবে নিমার্ণাধিন ৫ টি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...