শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ১৪ মার্চ সকাল ১১টায় উপজেলা টি,টি.সি.আই সভা কক্ষে মার্চ মাসের এ সভা অনুষ্টিত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম তৌহিদ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, এমপি প্রতিনিধি আলহাজ¦ খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: হাবিব উলাহ, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ডা: সিরাজুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রাজা মিয়া, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন।
আইন শৃঙ্খলা সভায় উত্তাপিত- জনসাধারণ-প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী, রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে যাত্রী হয়রানি বন্ধ, বাজার মনিটরিং, রোহিঙ্গা প্রতিরোধ, অবৈধ ফার্মেসী, পরিবেশ রক্ষার প্রেক্ষিতে ইট ভাটা, পাহাড় কাটাসহ জুয়ার আসরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল ও থানা অফিসার ইনচার্জ তৌহিদ কবির।
সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু আহামেদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রæ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ,সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহেনেওয়াজ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক মহিউদ্দিন, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নাসরিন আক্তার, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চানু অং চাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ সিরাজুর রহমান, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম,ঘুমধুম ইউপি চেয়াম্যান মোঃ জাহাঙ্গীর আজিজ সাবেক ছাত্রলীগ সভাপতি চোচু মার্মা, ফখরুল ইসলাম কালু, মহিলা আওয়ামীলীগ নেত্রী জুহুরা বেগম, বিজিবি প্রতিনিধি মনোয়ার, হালিম প্রমূখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত